পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও পার্বত্য ভূমি কমিশন বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে রাঙামাটিতে বাঙালীদের ৫টি সংগঠনের ডাকে সড়ক অবরোধ চলছে।
রবিবার ভোর থেকে অবরোধের সমর্থনে মাঠে নামে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। অবরোধের কারণে শহরে অভ্যন্তরীন ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে ওই সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকরা। তবে যে কোন নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে, কড়া অবরোধের মধ্যেও রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে ভূমি কমিশনের দ্বিতীয় বৈঠক। বৈঠকে কমিশন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আনোয়ারুল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটির চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মবিনুর রশিদ আমিন, ও কমিশনের সচিব রেজাউল করিম উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১ আগষ্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া মন্ত্রীসভা নীতিগত অনুমোদন দেয় পর থেকে তা বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে হরতাল, বিক্ষোভ-মিছিল. মানববন্ধনসহ তীব্র আন্দোলন করে আসছিল বাঙালীদের ওই ৫ সংগঠন।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৬/হিমেল