বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের চালক রায়হান মাতব্বর (৩২) নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনায় একই পরিবারের মা-মেয়েসহ আরো চারজন আহত হয়েছেন। নিহত ভ্যান চালক রায়হান বেজোহার গ্রামের কাঞ্চন মাতব্বরের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন জানান, মাহিলাড়া বাজার থেকে ব্যাটারী চালিত ভ্যানে বেজোহারের দিকে যাচ্ছিলেন মা-মেয়েসহ চারজন। বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস ভ্যানের পেছনে ধাক্কা দিলে ভ্যানসহ যাত্রীরা সিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক রায়হানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক সাকুরা বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/2