নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খেজুর তলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিরুল রসুল মিন্টুর নির্বাচনী অফিস ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী(নৌকা মার্কা) আমিরুল রসুল মিন্টুর নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের এই অফিসটি নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করছিলেন। শনিবার গভীর রাতে প্রতিদ্ধন্ধি চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের সমর্থকরা অফিসটিতে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র, চেয়ার, টেবিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সকালে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
আওয়ামী লীগ মনোনীয় চেয়ারম্যান প্রার্থী আমিরুল রসুল মিন্টু জানান, নির্বাচন বানচাল করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের ক্যাডার বাহার, জাকের, জাহাঙ্গীর, সাবু, সিএনজি বাহার সহ ১০-১৫ জনের একদল সন্ত্রাসী এই হামলা ও ভাংচুর করে। তিনি হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান সাজিদ জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৬/ আফরোজ-11