অবৈধভাবে ইট ভাটা স্থাপন, পাহাড় কেটে ভাটার মাটি সংগ্রহ ও জ্বালানি হিসেবে বনজসম্পদ উজাড়ের কারণে লামার ফাইতং ইউনিয়নের পাহাড়ি গ্রামগুলোতে জীব বৈচিত্র ও জনবসতি হুমকির মুখে পড়েছে। ইট ভাটা সংলগ্ন পাহাড়ি গ্রাম রাইম্যাখোলা, শিবাতলী পাড়া, মংব্রাচিং কারবারী পাড়া, ফাদু বাগান পাড়া, হেডম্যান পাড়া ও বাঙ্গালি পাড়ার অধিবাসীরা পরিবেশের বিরূপ প্রভাব রোধে বান্দরবান জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক মাসুদ করিম জানান, বান্দরবান জেলায় সরকারের অনুমোদন প্রাপ্ত কোন ইট ভাটা নেই। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ইট ভাটা স্থাপনের জন্য কোন ছাড়পত্রও প্রদান করা হয়নি।
লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু জানান, ইট ভাটার বিষয়টি নিয়ে শিবাতলী মার্মা পাড়ার আবেদনের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার জানান, অবৈধ ইট ভাটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মোবাইল কোট পরিচালনা করা হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/4