জেলার আদিবাসীদের উপর চলমান নির্যাতন, অপহরণ, গুম, লাঞ্চনা ও ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
রবিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলানায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা খোকন সুইটেন মুরমু।
সংবাদ সম্মেলনে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উপর সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, দখল হয়ে যাওয়া আদিবাসীদের সম্পত্তি আদিবাসীদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ, সকল খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্টনের ক্ষেত্রে আদিবাসীদের প্রাধান্য দিয়ে জমি বন্টনসহ আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও সংকট নিরসনের দাবি জনানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ও রিজ স্কুলের অধ্যক্ষ মো. শফিকূল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দিন বাচ্চু, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর কমিটির সভাপতি শীতল মারান্ডি, সাধারণ সম্পাদক আলেকজান্ডার হাঁসদক।
এছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবীন হেমরম, মহিলা বিষয়ক সম্পাদক শিবানী উরাঁও, জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিবলাল টুডু, দপ্তর সম্পাদক সাগেন হাঁসদাক, নাগরিক উদ্যোগ ও কাপেং ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো. নূরুল হক টিটো, নবদ্বীপ কুমার লাকড়া প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০২