বগুড়া জেলায় এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হলেও খোলা বাজারে দাম কমছে না। চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে মরিচ চাষ হলেও খোলা বাজারে বিক্রেতারা ভিন্ন কথা বলে দাম বাড়িয়েছে। আর বাজারে দাম থাকায় মরিচ চাষিরা এবার লাভবান হচ্ছেন বেশি। বলা হচ্ছে, এবার এই জেলায় কাঁচা মরিচ উৎপাদন হবে প্রায় ৬০ হাজার মেট্রিক টন।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বগুড়া জেলায় সবচেয়ে বেশি মরিচ চাষ হয় সারিয়াকান্দি, শাজাহানপুর, সোনাতলা, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায়। এর সাথে পাল্লা দিয়ে চাষ হয় বগুড়া সদর কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘি উপজেলায়। এই জেলায় উৎপাদিত কাঁচা মরিচের ঝাল বেশি থাকে বলে দেশের বিভিন্ন এলাকায় এখানের কাঁচা মরিচের বেশ চাহিদা রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবদি প্রতুল চন্দ্র সরকার জানান, বগুড়া কৃষি প্রধান এলাকা। এখানে সব ধরনের কৃষি পণ্য ভাল উৎপাদিত হয়ে থাকে। তবে কাঁচা মরিচ বেশি উৎপাদন হয়। কম খরচে বেশি লাভের আশায় চাষিরা কাঁচা মরিচ বেশি চাষ করেন। এবার প্রতি হেক্টরে কাঁচা মরিচের উৎপাদন ধরা হয়েছে ৭টন করে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার