বাগেরহাটের মোল্লাহাটে এক গৃহবধূর উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ দুপুরে উপজেলা চুনখোলা ইউনিয়নের ইংরেজ বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রাজনৈতিক দলের নেতা, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, সংখ্যালঘু গৃহবধূকে পৈশাচিক নির্যাতনের পর তাকে কুপিয়ে যখমের প্রকৃত ঘটনা আড়াল করে পুলিশ শুধুমাত্র যখমের মামলা রেকর্ড করেছে। প্রকৃত ঘটনার মামলা রেকর্ড করে ধর্ষক সোবান মোল্লাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মোল্লাহাটে উপজেলার চুনখোলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের সংখ্যালঘু পরিবারের দুই সন্তানের জননী এক গৃহবধূর উপর প্রতিবেশী সোবান মোল্লা আস্ত্রের মুখে নির্যাতন চালায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাঁধা দিলে তার দায়ের কোপে নির্যাতনের শিকার ওই গৃহবধূ গুরুতর আহত হয়েছিল।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/6