গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত হওয়া নোয়াখালীর ৪৮টি ইউনিয়নের ১২৫টি ভোট কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। উপজেলা সদর থেকে ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।
জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, পুনঃনির্বাচনে গতবারের চেয়ে দ্বিগুণ সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের নিজস্ব টিম কাজ করবে। কোথাও কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বরে জানান তিনি। ভোট কেন্দ্রে নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ২৪টি টহল টিম কাজ করবে।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৬/ আফরোজ-13