ইসলামী বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধশালী করতে নতুন আঙ্গিকে ডাটাবেজ ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল চালু করা হয়েছে।
রবিবার বেলা ২ টার দিকে ভিসির কার্যলয়ে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি এ ওয়ের পোর্টালের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক, কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, সহকারি পরিচালক মোঃ জসিম উদ্দিন ও রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়া ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘নতুন এ ওয়েব পোর্টালে শিক্ষক ও শিক্ষার্থীরা রেজিষ্ট্রিশনের মাধ্যমে তাদের নিজস্ব প্রোফাইল তৈরি করতে পারবে। প্রত্যেকের প্রোফাইলের অথোরাইজ সে নিজেই। সে নিজেই তার ইনফরমেশন এডিট ও আবডেট করতে পারবে। এছাড়া বিভিন্ন অফিসের পেজের এডমিন হবে অফিস প্রধান।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারি বলেন, ‘এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথ্য ও প্রযুক্তিতে আরো সমৃদ্ধশালী হবে।’
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৫