স্কুলের পোশাক পড়ে না আসায় নুর হোসেন নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে উলঙ্গ করে বাড়িতে পাঠানোর অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে অকারণে শিক্ষার্থীকে বহিস্কার, উপবৃত্তির টাকা আত্মসাৎ, পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার ভয় দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে দিয়ে নিজের বাড়ির কাজ করিয়ে নেওয়াসহ আরও অনেক অভিযোগ রয়েছে।
আজিজুল হক নামে এক অভিভাবক জানান, উপবৃত্তির টাকা কম পেয়ে বিষয়টি প্রধান শিক্ষককে জানাতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বলেন, বিদ্যালয়টি আমাদের জমিতে, তাই কোন অভিযোগ করে আমার কিছুই করতে পারবেন না। আমি কাউকে ভয় পাইনা। আমি প্রতিষ্ঠান যেভাবে চালাবো সেই ভাবেই চলবে। পরে আমার মেয়েকে স্কুল থেকে বহিস্কার করেন ওই প্রধান শিক্ষক।
জানা যায়, প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক।
বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষ করা হয়েছে। দু’একদিনের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/7