ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালী পূজার জন্য তৈরি প্রতিমা ভাংচুর করার অভিযোগে আনোয়ারুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নবারণ সংঘ কালী মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।
আটক আনোয়ার ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতভর পূজা হয়। সকালে মন্দিরটি ফাঁকা থাকায় আনোয়ারুল ইসলাম নামের এক যুবক মন্দিরে ঢুকে যুগীনীর দু’টি হাত ও শিবের একটি পা ভেঙ্গে দেয়। এসময় স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কার চুরি করার জন্য ওই যুবক প্রতিমা ভাংচুর করে। এ ঘটনায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৬/ আফরোজ-১৮