মাহাবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রশিদুল আলমকে উপদেষ্টা পরিষদের সদস্য করায় আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার সকাল ১১টায় ক্যাম্পাসে তারা এ আনন্দ মিছিল করে।
ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ-সভাপতি বিপ্লব কর্মকর, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, জামিলুর রেজা সেলিম, আনিচুর রহমান আনিচ, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা শাহজাহান, শামিম হোসেনসহ শতাধীক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৬/ আফরোজ-২০