ইসলামী বিশ্ববিদ্যালয়ে “অ্যাওয়ারনেস বিল্ডিং স্ট্রাটেজিস ফর সেলফ অ্যাসাসমেন্ট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিএসি) এর উদ্যোগে রবিবার বেলা ১০ অর্থনীতি বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মুঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। এছাড়াও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোস্তফা আরীফ।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -০৮