দীপাবলী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। অপরদিকে বিএসএফ’কেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূণ্য রেখায় বিএসএফ ১৯৯ কমান্ডার আলকেস সিংহা বা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জয়পুরহাট অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোস্তাফিজার রহমানের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।
অপরদিকে বিএসএফ কর্মকর্তার হাতে মিষ্টির প্যকেট তুলে দিয়ে তাদেরকেও দীপাবলীর শুভেচ্ছা জানান বিজিবি।
বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ স্থানীয় ক্যাম্পগুলোর জন্য ৬ প্যাকেট মিষ্টি উপহার দেয়।
বিজিবির পক্ষ থেকে বিএসএফের পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন অধিনায়কসহ স্থানীয় ক্যাম্পগুলোর জন্য সর্বমোট ৭ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছেন।
এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর হেপুনি কাশি, খালিদ ডিবি, হিলি চেকপোষ্ট কমান্ডার দলবির সিং, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মোস্তফা হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -০৯