মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের স্থগিত ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার থেকে দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রবিবার সরেজমিন দেখা গেছে, এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। শনিবার রাতে একদল সন্ত্রাসী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ঘটমাঝি ইউনিয়নের স্থগিত কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে এলাকাবাসীর মনে শংকা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া, ছয়না ও করদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাঙ্গামা হওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। ৩টি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৫ হাজার ৭১২ জন।
এদিকে মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, স্থগিত কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২