বরিশালের গৌরনদীতে যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে ৬ জনের নাম উল্লেখসহ ১১জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রাতে পিন্টুর মা তাপশী রানী গুহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিরা সকলেই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈকত গুহ পিকলুর ছোট ভাই যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে গত বৃহস্পতিবার গভীর রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/এ মজুমদার