রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দিন বিএনপির দলীয় প্রার্থী আকবর আলী মল্লিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রবিবার সন্ধ্যায় নির্বাচন বর্জন করলেন বিএনপির প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থীর গুলি করে হত্যার হুমকি, হামলা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি এ নির্বাচন বর্জন করেন। তিনি দলের নেতা-কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
আকবর আলী শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এখানে তার সঙ্গে প্রতিদ্ব›দ্বীতা করছেন আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন মৃধা।
রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আকবর আলী মল্লিক নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে তিনি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
আকবরের অভিযোগ, তার পক্ষে কোনো প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। রবিবার দুপুর থেকে মকবুল হোসেন মৃধার ছেলে দলের ক্যাডারদের নিয়ে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। ভোট থেকে সরে না গেলে তাকে গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার বলেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রার্থী আকবর আলী মল্লিকের লিখিত বা মৌখিক কোন ধরণেরই অভিযোগ আমি পাই নি। তবে বাগমারায় নির্বাচনের জন্য সর্বকালের সর্বসেরা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -১২