টাঙ্গাইলের গোপালপুরে গ্রাম্য সালিসের অপমান সইতে না পেরে নবম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার আত্মহত্যা করেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছে সামিয়ার মা আসমা বেগম। নিহত সামিয়া আক্তার স্থানীয় হাদিরা ইউনিয়নের হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
গোপালপুর থানার অফিসার কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জলিল জানান, উপজেলার হাদিরা ইউনিয়নের হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার ওরফে সাথির সাথে একই গ্রামের আবুল হোসেনের ছেলে সহপাঠী সেলিমের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার রাতে সেলিম ও সাথি একই ঘরে পড়ালেখা করছিল। এ সময় স্থানীয় তোজাম্মেল ও রফিকুল নামে দু’জন বখাটে যুবক বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে দেয়। পরে এ ঘটনায় স্থানীয় মাতাব্বররা সালিসী বৈঠকে বসেন। বৈঠকে মাতাব্বররা তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়।এতে সেলিমের পরিবার রাজি হয়নি। স্থানীয় ইউপি সদস্য সবুরের নেতৃত্বে সেলিমের আত্মীয়-স্বজন সালিসে মেয়েটিকে শারিরীকভাবে নির্যাতন করে। এ ঘটনার পর গত শনিবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। শনিবার রাতে পুলিশ খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার