সিডর সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চেয়ে নেত্রকোনায় সিডর দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের নিউটাউন জেলা শাখা মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এ মতবিনময় সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনটির সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সহ-সভাপতি পারভনি আক্তার, নারী প্রগতির আলী আমজাদ খান আন্টু, এডভোকেট নজরুল ইসলাম খান, সৈয়দা বিউটি প্রমুখ।
“নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ কর, সম্পদ-সম্পত্তিতে নারী পুরুষের সম-অধিকার নিশ্চিত কর” এই স্লোগানে আয়েজিত মতবিনিময় সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -১৫