কক্সবাজারের টেকনাফে রোকেয়া (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বামীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূর ভাই টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার বদিউল আলমের ছেলে নুরুল আজিম বাদী হয়ে রবিবার (৩০ অক্টোবর) বিকালে মামলাটি দায়ের করেন। নিহতের স্বামী অভিযুক্ত মো. রুবেল (২২) কে পুলিশ গ্রেফতার করেছে। তিনি দিনাজপুর জেলার আবদুল গফুরের ছেলে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১২ জানুয়ারি কক্সবাজার নোটারী পাবলিক কার্যালয়ে বিবাহের এফিডেভিট মূলে বিবাহ করে সংসার করে আসছিলেন তারা। তাদের সংসারে দুটি শিশু সন্তান রয়েছে। শনিবার দুপুরে রোকেয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/৭