চুয়াডাঙ্গা ট্রাকের ধাক্কায় নূরুজ্জামান (২৩) নামে পুলিশ লাইনের এক কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদার পুড়োপাড়ায় এ দুর্ঘটনার পর ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
নিহত নূরুজ্জামানের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে।
দামুড়হুদা থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রহিম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কনস্টেবল নূরুজ্জামান মোটরসাইকেলযোগে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুড়োপাড়ার কাছে পৌঁছলে ফাহিম ফয়সাল নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে মাগুরা জেলায় পৌঁছলে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৯