নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব আতলাশপুর এলাকার নবির হোসেন হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া কবির হোসেনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে কবির হোসেনকে আদালতে হাজির করে।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন। তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া বাকি সন্দেহজনক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অতি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে আশা করছি। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে পারছি না।
গত শুক্রবার দুপুর ১২টার দিকে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাটের শীতলক্ষ্যা নদী থেকে হাত-পা বাঁধা, গলায় রশি পেঁচানো, পেটের ভুড়ি বের করা ও ২৫ কেজি ওজনের ইট বাঁধা অবস্থায় নবির হোসেনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের লোকজন নবিরের লাশ সনাক্ত করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/৮