ঝালকাঠিতে শ্যমাপূজা উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে দূর দুরন্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খালের দু'পাশে জড়ো হয়।
উপজেলার ডুমুরিয়া গ্রামে স্থানীয় ডুমুরিয়া শ্রী শ্রী শ্যামা মন্দিরের সভাপতি ফনিভুশনের সভাপতিত্বে নৌকাবাইচ ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, কৃর্ত্তীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুক্কুর মোল্লা ও সমাজসেবক জানে আলম জনি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/18