ঝালকাঠির রাজাপুরে ইলিশ শিকারের খবর প্রশাসনকে জানানোয় প্রবাসির বাড়িতে হামলা চালিয়েছে অবৈধ মৎস্য শিকারি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রবাসি মানিক মোল্লা ও তার স্বজনদের পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে ৮-১০টি মোটরসাইকেলে ২০-২৫জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসির বাড়িতে হামলা চালায়। এ সময় ইলিশ ধরার খবর প্রশাসনকে জানানোর অজুহাত তুলে হামলাকারীরা ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি পিটিয়ে মানিক মোল্লা (৪২) ও তার স্বজনদের গুরুতর আহত করে। হামলাকারীরা প্রায় ঘন্টাব্যাপী প্রবাসির বাড়িতে তাণ্ডব চালায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আহত মানিক মোল্লা জানান, ‘সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অসাধু জেলে বিশখালী নদীতে ইলিশ শিকার করছিল। এ সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমার ভাই খলিলুর রহমান জানানোর ফলে পালট গ্রামের বাদশা, মাসুদ, তরিকুল, ফারুক মোল্লাসহ ২০-২৫ জনের একটি দল আমার বাড়িতে গিয়ে ইলিশ শিকার করতে না পারার ক্ষতিপূরণ বাবদ মোটা অংকের চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় হামলা চালিয়ে আমাদের গুরুতর আহত করে এবং আমাদের বসত ঘর ভাঙচুর করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হারুন অর রশিদ জানান, হামলার ঘটনায় আমরা দু-পক্ষেরই অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১০