সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়ায় হাওর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুুলিশ। আবদুল ওয়াহিদ (১৭) নামক ওই কিশোর পাতারিপাড়ার আবদুল মান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সোমবার রাত ৮টার দিকে ওয়াহিদ ঘর থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজিও করে তার সন্ধান পাননি। সকালে হাওরে ওয়াহিদের লাশ দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। ওয়াহিদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১০