মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল তানভীর জমাদ্দারকে (২৩) গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল গৌরনদীর হোসনাবাদ গ্রামের দুলাল জমাদ্দারের ছেলে।
কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, আমাদের কাছে খবর ছিলো আড়াই বছরের শিশু ধর্ষণ মামলাল আসামি উপজেলা জজিরা গ্রামে মামার বাড়িতে অবস্থান করছে। এই খরবের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১অক্টোবর হাজারীবাগ ঢাকায় আড়াই বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপালে ভর্তি করানো হয়েছির। এ ব্যাপারে ডিএমপির হাজারীবাগ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/20