নাটোরের নলডাঙ্গায় জুয়ার আসরে হামলা চালিয়ে লুট করে শহিদুল ইসলাম নামের এক যুবককে গুলি করে পালিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিপরুল গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসনের বাড়িতে এঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত শহিদুল ইসলাম (২৮) উপজেলার ধোবাপুকুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই শ্যামনগর গ্রামের হাজি মকবুলের ছেলে ও সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সোমবার রাতে পিপরুল গ্রামের পিপরুল ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের সাবেক সদস্য আনোয়ার হোসেনরের বাড়িতে মাধবপুর গ্রামের কুখ্যাত জুয়ারু তবিবুর রহমান জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিল। রাত সাড়ে ৯ টায় জুয়া খেলার শেষ সময়ে ৪-৫ জনের একদল সন্ত্রাসী এসে হামলা চালিয়ে জুয়া খেলার টাকা লুট করে যাওয়ার সময় শহিদুল ইসলামের পেটে গুলি করে পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ শহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করে।
এঘটনায় ওই রাতেই শ্যামনগরের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আটক সাইফুল ইসলামকে নাটোর ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় এ রির্পোট লেখা পযন্ত থানায় কোন মামলা হয়নি। তবে নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল আরও জানান, ঘটনার সাথে জরিতদের ও জুয়ারুদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-০৫