কুয়েতের খাইতানে সড়ক দুর্ঘটনায় নিহত সেলিম মিয়ার (৩০) বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী গ্রামে। তার পিতার নাম আশরাফ উদ্দিন। তিনি দেশটির তানজিপোকা কোম্পানিতে কর্মরত ছিলেন।
দীর্ঘ ১১ বছর যাবৎ কুয়েতে কর্মরত অবস্থায় থাকাকালীন সময়ে ৬ মাস পূর্বে একবার বাড়িতে এসেছিলেন। ওই সময় তিনি বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্তা প্রথম আলো । সেলিম মিয়া নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব