নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি ও লড়ির মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও তিন জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার কেন্দুয়ার বৈখরহাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান তার মেয়েকে পড়াশোনার জন্য ময়মনসিংহে রেখে আসতে যান। মঙ্গলবার সন্ধ্যার পর তিনি ময়মনসিংহের গৌরীপুর দিয়ে নেত্রকোনা কেন্দুয়ার রামপুর সংযোগ সড়কে সিএনজি যোগে বাড়ি ফিরতে থাকেন। এসময় বৈখরহাটি বাজারের অদূরে পৌঁছালেই বিপরীত দিক থেকে আসা লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লুৎফুর রহমান মারা যান। অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন মর্মান্তিক ঘটনায় যে ধরনের আইনি ব্যাবস্থা নেয়া প্রয়োজন পুলিশ সেটাই নেবে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-১৬