ময়মনসিংহের ভালুকায় দোকানে পণ্য কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোবাইকচাপায় নুরজাহান আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভাওয়ালিয়াবাজু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান আক্তার ওই এলাকার খাদেমুল ইসলাম ওরফে আব্দুল হাদী’র কন্যা ও গোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। সে পিতা-মাতার একমাত্র সন্তান।
এলাকাবাসী জানায়, নুরজাহান আক্তার বাড়ির পার্শ্বে স্কুল মোড়ের দোকানে পণ্য কিনতে ফেরার সময় ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি অটোবাইক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারীতে হাসপাতাল চত্বরে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
বিডি প্রতিদিন/ ০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪