লালমনিরহাটের তিস্তা নদীর খেয়াঘাটে নৌকা থেকে পড়ে মহুবার রহমান (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকারপাথা খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। মহুবার রহমান খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার বাসিন্দা।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর ইসলাম আমু জানান, দুপুরে কালমাটি পাকার মাথা খেয়াঘাট থেকে নৌকায় করে মহুবার রহমান হরিণচওড়া যাচ্ছিলেন। এসময় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবরি দলে খবর দেওয়া হয়।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের প্রধান শফিকুল ইসলাম জানান, মহুবর রহমানকে উদ্ধার করার জন্য ডুবরি দলের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।