দীর্ঘ ৬ মাস পর রাঙামাটি-কাপ্তাই-বান্দরবান সড়ক যোগাযোগ চালু হয়েছে। রাঙমাাটি-কাপ্তাই সড়কের ভাঙা বেইলী ব্রিজটি সংষ্কার সম্পন্ন হওয়ার পর পুনরায় যানবাহন চলাচল উন্মুক্ত করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তবে মোটরসাইকেল ও সিএনজি ছাড়া সব ধরণের ভারি ও মাঝারি যানবাহন ব্রিজের উপর দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
দীর্ঘ দিন রাঙামাটি-কাপ্তাই উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে এ অঞ্চলের জনজীবন। বর্তমানে এ সড়কের সুবিধা নিচ্ছে রাঙামাটি জেলার দু'উপজেলা কাপ্তাই ও রাজস্থলীসহ বান্দরবান জেলা কয়েক লাখ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ এপ্রিল রাঙামাটি-কাপ্তাই সড়কে নির্মিত বেইলী ব্রিজটি একটি ভারি পণ্যবাহী ট্রাকের কারণে ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় সকল ধরণের পরিবহন চলাচল। সড়ক যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যায় রাঙামাটি-কাপ্তাই, চন্দ্রঘোনা, রাজস্থলী, বাঙালহালিয়া, বিলাইছড়ি ও বান্দরবান জেলার। স্থবির হয়ে পড়ে পাহাড়ি অঞ্চলের কৃষকদের নিয়মিত হাট বাজার। এছাড়া মারাত্মক সমস্যার মুখে পড়ে কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট, কর্ণফুলি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরাও। এ বিষয়গুলো উল্লেখ করে দৈনিক বাংলাদেশ প্রতিদিনেও বিশেষ সংবাদ ছাপা হয়। টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
কাপ্তাই উপজেলার সবজি ব্যবসায়ী কাসেম আলী জানান, রাঙামাটি-কাপ্তাই সড়কে ভেঙে পড়া ব্রিজটি সংস্কার করার পর পুনরায় সড়ক যোগাযোগ চালু হয়েছে। দুর্ভোগ কমেছে পাহাড়ি অঞ্চলের মানুষের। এখন সব কৃষকরা তাদের বাগানের উৎপাদিত পণ্য বাজারে ও শহরে নিয়ে যেতে পারবে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিও) আতিকুল্লাহ ভূঁইয়া জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা দিনরাত পরিশ্রম করে মাত্র ৪৫ দিনের মধ্যে বেইলী ব্রিজটির কাজ শেষ করেছি। সড়ক বিভাগের মেইনটেন্যান্স ফান্ড থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে জরুরি ভিত্তিতে এই বেইলী ব্রিজটি নির্মান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৯