আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ও তার পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য দেয়ায় আজ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া।
প্রতিবাদ সভায় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আলীকে বিএনপি-জামাতের দোসর আখ্যা দিয়ে তাদের নগরকান্দায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার