নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার রইন্যার টেক এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে ঘটনার সত্যাতা স্বীকার করে জানান, সকালে স্থানীয়রা ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে, কেউ ওই তরুণীকে হত্যার পর লাশটি ডোবায় ফেলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার