ভোলা থেকে খুলনা পাচারকালে বরিশালে ট্রাক বোঝাই ৫০মণ জাটকাসহ ৪জনকে আটক করা হয়েছে। মৎস্য অধিদপ্তর এবং নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে নগরীর দপদপিয়া এলাকা থেকে জাটকা বোঝাই ট্রাকটি জব্দ করে। এ সময় আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারসহ দুই জাটকা ব্যবসায়ীকে।
আটকৃদের আজ সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক ট্রাকের চালক ও হেলপার শামচুল আলম ও আলাউদ্দিনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং দুই জাটকা ব্যবসায়ী মাহে আলম ও লিটন আলীকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১৫ মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মা ইলিশ রক্ষায় গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিলো। এর মধ্যেই পহেলা নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ অভিযান। আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, পরিবহন, প্রদর্শন এবং বিক্রি নিষিদ্ধ। এই আইন অমান্য করলে জেল অথবা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/15