ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে বালিপাড়া ইউনিয়নের যুবলীগ অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় গুলি ছোড়া ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় যুবলীগের আহ্বায়ক আব্দুল বারী।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে গুলির বিষয়টি সত্য নয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/16