দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শীতের আগমনী বার্তা স্বরূপ সকালে বেলা গাছ গাছালিতে জমে থাকছে শিশিরকণা। সূর্য উঠার অনেক পর পর্যন্ত জমে থাকা শিশির দেখা যচ্ছে। বিকাল থেকেই শীতল হাওয়া আর সন্ধ্যার পর পরই কুয়াঁশাও ঝরতে শুরু করেছে। মধ্য রাতের পর টিনের চালা থেকে পড়ছে হালকা বৃষ্টির মতো পানি।
এদিকে শীতের প্রস্তুতি হিসেবে অনেকে পুরনো শীতবস্ত্র ঠিক ঠাক করে নিচ্ছেন। আবার অনেকে নতুন করে লেপ-তোষক তৈরী করে নিচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষের শীতে একমাত্র অবলম্বন কাঁথা। এসব পরিবারের নারী সদস্যরা এখন কাজের ফাঁকে তাদের পুরনো কাঁথা মেরামত করার পাশাপাশি পুরনো শাড়ি-লুঙ্গি দিয়ে নতুন কাঁথা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর কৃষকরা অপেক্ষাকৃত উচুঁ জমিতে আবাদ করেছে শীতকালীন বিভিন্ন ধরনের শাক-সবজি। কৃষকদের শাক-সবজি ইতিমধ্যে হাট-বাজার গুলোতে উঠতে শুরু করেছে। শীতের শাক-সবজির দামও বেশ ভাল। তাই হাসি ফুটেছে কৃষকদের মুখেও।
বিডি প্রতিদিন/এ মজুমদার/17