চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মো. রেজাউল করিমের (৩১) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের দৌলতপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিমের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন।
এ ঘটনায় রুবেল দাশ নামে আরেক কনস্টেবল আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। রুবেল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দপ্তরে কর্মরত।
পটিয়া থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, সকালে দুই পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে বাঁশখালী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।
দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২০