ব্রাক্ষ্মনবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা ও দিনাজপুর সরকারী কলেজের হিন্দু ছাত্র-ছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি মানুষ যে ধর্মেরই হোক না কেন তার কথিত অপরাধের কারণে একটি সম্প্রদায় ও সম্প্রদায়ের উপাসনালয়ের উপরে যে ন্যাক্কারজনক আক্রমন, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা এদেশের সচেতন শান্তিকামী মানুষ কোনভাবেই মেনে নেবে না। পাশাপাশি অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চক্রবর্তী বাসু, উত্তম কুমার রায়, বিভাস বিশ্বাস, বিজয় কৃষ্ণ কুন্ডু, গৌরাঙ্গ রায়, সুশান্ত নারয়ন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-০৪