হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে মোজাম্মেল মিয়া (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে উপজেলার মহিষদুলং গ্রামে এ ঘটনাটি ঘটে। মোজাম্মেল মিয়া উপজেলার মহিষদুলং গ্রামের সুনাফর উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছ রোপনকে কেন্দ্র করে মোজাম্মিল মিয়ার পরিবারের সঙ্গে মহিষদুলং গ্রামের চৌধুরী বাড়ীর বিরোধ চলছিল। শুক্রবার সকালে মোজাম্মেল মিয়া গাছ কাটতে গেলে বাধা দেয় চৌধুরী বাড়ীর লোকজন। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক বিতণ্ডাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রক্তাক্ত করে মোজাম্মেল মিয়াকে।
স্থানীয় লোকজন মোজাম্মেলকে উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতাল পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে মোজাম্মেল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চৌধুরী বাড়ীর লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/ফারজানা