সিরাজগঞ্জের তাড়াশে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার (৩৫) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গোলাম রব্বানীর ছেলে।
তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক নুরে আলম জানান, 'মাদকাসক্ত আব্দুস সাত্তার প্রতিদিন মদ খেয়ে বাড়িতে গিয়ে বাবা-মা ও স্ত্রীকে মারধর করত। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে আবারো মদ খেয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় ছেলেটির বাবা গোলাম রব্বানী রাতে থানায় অভিযোগ দিলে রাতেই তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে মাদকাসক্ত সাত্তারকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-৬