সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে পুকুরে ডুবে মজিবুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সে উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার মজিবুর প্রকৃতির ডাকে সাড়া দিতে পুকুর ধারে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও সে ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। ভোরের দিকে পুকুরের কিনারায় পানির মধ্যে তার লাশ দেখতে পায়। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে সে মারা গেছে। সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-০৬