সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউপির কালিয়াকৈড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ ও উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম হিরন জানান, কালিয়াকৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের জমি নিয়ে বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল কাসেমের সাথে একই গ্রামের হবিবর রহমান সরকারের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিদ্যালয়ের জমি অধিগ্রহন করার সময় হবিবর রহমান বিদ্যালয়ে তাদের জমি আছে বলে দাবি করায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে আবুল কাসেম, রাজ্জাক, মোশারফ, রায়হান, নান্নু সরকার, এরশাদ আলী, আমজাদ, ইরান ও ছামাদসহ উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক তানভীর সবুজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-৮