দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় এক লাখ টাকা মূল্যের ৮৮টি ভারতীয় শাড়ী-চাদরসহ ফরিদুল ইসলাম (২০) ও ছাবেদুল ইসলাম (২৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ফরিদুল ইসলাম বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ছাবেদুল ইসলাম একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এই ঘটনায় এসআই আক্কেল আলী বাদী হয়ে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মোঃ মোকসেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পৌর শহরের নিমতলা মোড়ে দুটি কাপড়ের পোটলাসহ ফরিদুল ও ছাবেদুলকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ওই কাপড়ের পোটলা তল্লাশী চালিয়ে চোরা পথে আসা ভারতীয় ৫৪টি শাড়ী ও ৩৪টি শাল চাদর জব্দ করা হয়। আটককৃত শাড়ী ও শালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-০৮