ফেনীতে ডাকাতির সময় স্থানীয়দের গণধোলাইয়ে শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ১১ ডাকাত। শুক্রবার ভোররাত ৩টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ডাকাতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৬টি চাপাতিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর তেমুহনীতে সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন বাসে গণ ডাকাতি শুরু করে একদল ডাকাত। এসময় যাত্রীরা চিৎকার দিলে এলাকার লোকজন টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের প্রতিহতে এগিয়ে আসে। পরে তারা ৩ ডাকাতকে ধরে ফেললে বাকীরা বিভিন্ন বাড়িতে গিয়ে বাড়ির লোকদের জিন্মি করে।
এসময় স্থানীয়রা বাড়ি ঘেরাও করে বাকী ৮ ডাকাতকে ধরে গণধোলাই দেয়। পরে তারা ডাকাতদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আহত ডাকাতদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক হওয়া ডাকাতদের মধ্যে সাইফুল, মহিন, হানিফ ও আমির হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১০