ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপে বাসচাপায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি দাস বরিশালের বাটিখানা এলাকার দুঃখ দাসের ছেলে।
পুলিশের সার্জেন্ট হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল চালক জনি দাস দুজন যাত্রী নিয়ে সকালে বরিশাল থেকে ঝালকাঠি যাচ্ছিলেন। এসময় ঝালকাঠি থেকে ছেড়ে যাওয়া আজমীর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জনি নিহত হন। আহত হন মোটরসাইকেলের অপর দুই যাত্রী। পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সার্জেন্ট হাবিব।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১০