বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণালংকার ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত ব্যবসায়ী অপু কর্মকার এর ছোট ভাই দুলাল কর্মকার বাদী হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলায় পোলেরহাট বাজারের অপর স্বর্ণালংকার ব্যবসায়ী আলতিবুরুজবাড়িয়া গ্রামের বিজয় কর্মকারের ছেলে শ্যামল ও অমল কর্মকারকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পোলেরহাট বাজারের পাশাপাশি দুই স্বর্ণালংকার ব্যবসায়ী শ্যামল ও অপুর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে শ্যামল (৩৮) ও তার ভাই অমল (৪৫) আলতিবুরুজবাড়িয়া গ্রামের সুধাংশু কর্মকারের ছেলে অপু কর্মকারকে (৩০) পিটিয়ে হত্যা করে। ব্যবসায়ীক শত্রুতা ও কাস্টমার নিয়ে কাড়াকাড়িকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই হত্যা ঘটনার পরে বিষয়টি স্ট্রোকজনিত বলে প্রচার করেছিলো অপুর ঘাতক শ্যামল ও অমল। থানা পুলিশও ওই প্রচারে কণ্ঠ মিলিয়েছিলো বলে অভিযোগ রয়েছে। কিন্তু অপুর শরীরে আঘাতের চিহ্ন থাকায় এবং প্রত্যক্ষদর্শীদের জোরালো ভুমিকায় আজ বেলা পৌন এগারোটায় এ বিষয়ে হত্যা মামলা রেকর্ড করে পুলিশ। ঘটনার পর থেকে শ্যামল ও অমলসহ তাদের কয়েকজন আত্মীয় গা ঢাকা দিয়েছেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস জানান, আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১২