ঝালকাঠিতে দিনব্যাপী বৃষ্টি ও নিম্মচাপের কারণে রাজাপুুরের বাদুরতলা ও বড়ইয়া গ্রামে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা থেকে এ ভাঙন শুরু হয়।
বাদুরতলা নদী বন্দরে ভাঙনের ফলে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৯টি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদের মধ্যে দুলাল শরীফ ও নাসিরের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, জয়নাল মোল্লার মুদি দোকান, আলতাফ শরীফের ডেকরেটর, নাসিরের মাছের গদি, জামালের মুদি দোকান, পান্নুর মুদি দোকান, গৌরার মুচির দোকানসহ মোট ৯টা দোকান।
নদী ভাঙনের ফলে এ বাজারের প্রায় ১০ থেকে ১২ কাঠা জমি নদীতে তলিয়ে যায়। এ দিকে বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া ও পালটসহ বেশ কয়েকটি গ্রাম ভাঙনের ফলে হাজার পরিবার নিঃস্ব হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রবিউল আওয়াল বলেন, গভীর রাতে নদী ভাঙনের ফলে কেউ তাদের কোনো মালামাল সরাতে পারেননি। ৯টি ঘরের সকল মালামালসহ নদীতে তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়েছে পড়েছেন তারা। শত বছর ধরেই এই অঞ্চলে ভাঙন চলতে থাকলে হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন। অনেকেই কোনো জমি না থাকায় স্থানান্তর হয়েছেন।
নদী ভাঙনের স্থায়ী কোনো সমাধান না হওয়ায় এ গ্রামের মানুষ সব সময় আতঙ্কে থাকেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১২