মুন্সীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিঝু (১৮) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীর। গত সোমবার তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হায় নিঝু। এ ঘটনা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ নিঝু শহরের ভিটি শিলমন্দি এলাকার মৃত আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয় নিঝু। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
নিঝুর মা শিউলি বেগম বলেন, নিঝু মানসিকভাবে অসুস্থ। সোমবার সন্ধ্যা হঠাৎ বাড়ী থেকে বের হয়ে যায় সে। পরে সকল স্থানে খোঁজাখুঁজি করেও নিঝুর সন্ধান মিলেনি।
এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই রিপন বলেন, নিঝু নিখোঁজের একটি সাধারণ ডায়রি করা হয়েছে। নিঝুর খোঁজে কাজ করছে পুলিশ। এদিকে নিঝুকে খুঁজে পেলে ০১৭৭৭২৭৬৩৩০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১৫