মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী এলাকায় ৭ বছরের শিশুকে অমানুসিক নির্যাতনের ঘটনায় দত্তক মা কল্পনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রামপাল ইউনিয়নের শিপাহিপাড়া সড়ক থেকে কল্পনা বেগমকে গ্রেফতার করা হয়।
এর আগে ৭ বছরের শিশু সুবর্ণার নির্যাতনের খবর পেয়ে বাবা চান মিয়া ছুটে আসেন থানায়। তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, শিশু সুবর্ণার দত্তক মা কল্পনা বেগম বল্লালবাড়ি এলাকার রিকশা চালক সিরাজ মাদবরের স্ত্রী। সুবর্ণার নির্যাতনের ঘটনা ফাঁস হওয়ার পরপরই কল্পনা বেগম পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে হাতিমারা ফাড়ির এস আই হাফিজুর রহমানের মাধ্যমে তাকে সিপাহীপাড়া সড়ক থেকে আটক করা হয়। পরে কল্পনা বেগমকে সদর থানার মাধ্যমে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।
পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে শিশুটিকে তার পিতা চাঁন মিয়ার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি তার বাবার কাছে মিরকাদিমের মিরাপাড়া এলাকায় রয়েছে।
জানা যায়, মা ভারতি বেগম মারা গেলে বাবা চাঁন মিয়া দ্বিতীয় বিয়ে করেন। দুই বছর আগে চাঁন মিয়ার মেয়ে সুবর্ণাকে দত্তক নেন সিরাজ মাদবর-কল্পনা দম্পতি। এরপর থেকেই চলতে থাকে অত্যাচার-নির্যাতন। সুবর্ণা পরিণত হয় গৃহকর্মীতে। তাকে প্রতিনিয়ত মারধর করে বাড়ির সব কাজ করানো হতো। খাবারও তেমন পেতনা শিশুটি, শোয়ার জন্য ছিল খাটের নিচে স্থান। ছিলনা মশারী, পরনে কখনও জোটেনি ভাল কাপড়।
মেয়েটিকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখমের চিহ্ন পাওয়া যায়। মাথায় কোপের আঘাত, ঘাড়ে ছেঁকা, গলায় মরধরের কালো দাগ, বুকে পোঁড়া দাগ, চোখে কালো দাগসহ একাধিক চিহ্ন খুঁজে পাওয়া যায়।
গত বুধবার ১২ টার দিকে স্থানীয়রা সুবর্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এলাকায় খবরটি প্রচার হওয়ার পর বুধবার রাতেই খবর পেয়ে ছুটে যান বাবা চাঁন মিয়া। পরে সুবর্ণার বাবা চান মিয়া বাদী হয়ে কল্পনা বেগম ও সিরাজ মাদবরকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে আদালতে সুবর্ণা ২২ ধারায় জবানবন্দী প্রদান করেন এবং আদালতের মাধ্যমে সুবর্ণাকে তার বাবা চাঁন মিয়ার কাছে পাঠানো হয়। মামলার একদিন না যেতেই পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশনায় গৃহকর্তী শিশু নির্যাতনকারি কল্পনা বেগমকে বৃহস্পািতবার রাতে আটক করতে সক্ষম হয়। এদিকে কল্পনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১৬